Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২nd জুলাই ২০২৪

বেনাপোল কাস্টম হাউসের ২০২৩-২৪ অর্থবছরের রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন


প্রকাশন তারিখ : 2024-07-02

 

 

কাস্টম হাউস, বেনাপোল ২০২৩-২০২৪ অর্থবছরে ৫৯৪৮.০০ কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব আদায় করেছে ৬১৬৪.৫৯ কোটি টাকা; যা লক্ষ্যমাত্রার চেয়ে ২১৬.৫৯ কোটি টাকা বেশি। ২০২৩-২০২৪ অর্থবছরের রাজস্ব আদায়ের পরিমাণ ৬১৬৪.৫৯ কোটি টাকা; যা বিগত অর্থবছরের চেয়ে ৩৭৮.৩৬ কোটি টাকা বেশি, শতকরা প্রবৃদ্ধির হার (+) ৬.৫৩%।

 

২০২৩-২০২৪ অর্থবছরে আমদানিকৃত পণ্যের পরিমাণ ১৭,২১,৭৮০ মেঃ টন। যা পূর্ববর্তী অর্থবছরের তুলনায় ২,৮১,৯৭০ মেঃ টন কম: যার শতকরা হার (-) ১৪.০৭%। ২০২৩-২০২৪ অর্থবছরে বিগত অর্থবছরের চেয়ে পণ্য আমদানি ২,৮১,৯৭০ মেঃ টন (-) ১৪.০৭% কম হলেও রাজস্ব আদায় বৃদ্ধি পেয়েছে ৩৭৮.৩৬ কোটি টাকা (+) ৬.৫৩%।

 

২০২৩-২০২৪ অর্থবছরে সর্বোচ্চ রাজস্ব প্রদানকারী প্রথম ৩টি প্রতিষ্ঠান হলো পাওয়ার গ্রীড কোম্পানি বাংলাদেশ লিঃ, এইচএমসিএল নিলয় এবং এস এম কর্পোরেশন; সর্বোচ্চ রাজস্ব আদায়কৃত ৩টি পণ্য হলো অ্যালুমিনিয়াম ইঙ্গট, ফেব্রিক্স এবং আঙ্গুর।

 

জাতীয় রাজস্ব বোর্ডের অনুশাসন এবং স্বচ্ছ নীতিগত নির্দেশনা, এ দপ্তরের সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারীগণের নিরলস প্রচেষ্টা, সকল অংশীজন ও শুভানুধ্যায়ীর আন্তরিক সহযোগিতায় কাস্টম হাউস, বেনাপোল ২০২৩-২০২৪ অর্থবছরের কাঙ্ক্ষিত রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনে সফল হয়েছে।